প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আড্ডা চলতো আমাদের।কখনো টিএসসি বা রেসর্কোস উদ্যানে। এমনি এক সন্ধ্যায় আমরা কয়জন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। হটাৎ চোখে পড়ল একজন চশমা পড়া ভদ্রলোক হন হন করে হেঁটে যাচ্ছে। আলো আঁধারিতে ক্ষনিকের মধ্যেই মনে হলো লোকটাকে আমি চিনি, কোথায় যেন দেখেছি !!!! ভাবতেই তাৎক্ষনিক উঠে মুড়িআলার কাছ থেকে একটা কাগজ নিয়ে
বললাম,“স্যার আমি সোমা। আপনার ৩১০ পৃষ্ঠার বই ( আমি) একরাতে পড়ে ফেলি।“বলেই মুড়িআলার কাছ থেকে আনা কাগজটা উনার সামনে মেলে ধরতেই, কয়েক মূহুর্ত তাকিয়েই কাগজে খস খস করে লিখে, হাতে দিলেন।