বিয়ের পরদিন হানিমুন করতে গিয়েছিলাম আমি রানা । তারপর নতুন সংসার , শশুড় বাড়ীর মানুষদের কে বোঝা , নিজেকে মানিয়ে চলতে চলতে তিন সন্তানের পৃথিবীতে আগমন।কখনো বাঁধা কাজের মানুষ রাখিনি, কাজের মানুষের কাছে রেখে সন্তানদের বড় করিনি। চাকুরী ছেড়ে দিয়ে ছানাপোনাদের সমস্ত কাজ নিজ হাতে করেছি। এখনও করছি তবে পাশাপাশি কাজও করছি ।২০ বছর হয়ে গেল ।কখনো ওদের ছেড়ে একা কোথাও যাওয়ার কথা ভাবিনি । তবে আমার তিন ছানাপোনাদের খুব ছোটবেলা থেকেই শিখানোর চেষ্টা করেছি এই যে, তোমাদের বাবা–মা না থাকলে কিভাবে চলবে। এই পৃথিবীতে সবাই আছে ঠিক কিন্তু কাজ বা চলতে হবে তোমাকেই একা বুদ্ধি করে ।
আজ ২০ বছর পর ওদের রেখে দুজন ৭ দিন জন্য দেশের বাইরে ।শুধু বলে ছিলাম, “তোমরাই রান্না করবে, সমস্যা হলে সমাধান করবে, তিনজন মিলেমিশে থাকবে”
আলহামদুল্লিল্লাহ্ ওরা পেরেছে। ♥️♥️♥️