যেটা আমার অধিকার, তা যদি স্বাভাবিক ভাবে না দেয় বা আদায় করতে না পারি, তবে কেড়ে নিব। সেটা আমার প্রাপ্য। আমি মেয়ে আমার নিজেস্ব সত্ত্বা আছে । আমার চাওয়া পাওয়া আছে, আমার নিজের জন্য সময় দেয়ার আছে।
আমি যা করি সেটা শুধু দায়িত্ব থেকে না, ভালোবেসে। আমি বাধ্য নই।
তাই একজন নারীকে তার অধিকার নিজেরই আদায় করে নিতে হবে।
অযৌক্তিক কথা শুনে দুর্বল হওয়ার কোন মানে নেই। 😇